আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” মনিটরিং এ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজকে জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬” ভঙ্গ করে ব্যানার ও পোস্টার লাগানোর অপরাধে ২ জনকে মোট ১২০০ জরিমানা করা হয়।
আজ বুধবার ১৩ জানুয়ারি বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা্, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর আজ বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১৪, ১৫ ও ২১ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-০৫) এ নির্বাচনী আচরণবিধির মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধির মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালনা কালে “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” ভঙ্গের কোন ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ৭ ও ৮ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩) এ নির্বাচনী আচরণবিধির মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধির মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” ভঙ্গ করে ব্যানার ও পোস্টার লাগানোর অপরাধে ২ জনকে মোট ১২০০ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১১, ২৫ ও ২৬ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১০) এ নির্বাচনী আচরণবিধির মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধির মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” ভঙ্গের কোন ঘটনা ঘটেনি তাই কোন জরিমানা করা হয়নি। তাছাড়া স্থানীয় জনগনের সাথে কথা বলা জানা যায় পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান।