চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও ফটিকছড়ি থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে আনুমানিক ২১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৩,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্ধ করা হয়।
গতকাল মঙ্গলবার ১২ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও ফটিকছড়ি থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে আনুমানিক ২১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৩,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দরগা পাড়া এলাকার মৃত কালা মিয়ার মেয়ে সকিনা বেগম (৩০) ও ছেলে মোঃ নবী হোসেন (২৮) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মীর ওয়ারিশপুর এলাকার সফি উল্লাহর ছেলে মোঃ শহিদ উল্লাহ (৩৯)।
র্যাব-৭, এর সহকারী পরিচালক, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে দুই জনকে আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উক্ত প্রাইভেটকার (চট্ট-মেট্রো-গ-১১-৮২৮০) জব্দ করা হয়।
তিনি জানান, আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নতুন বাড়ী সাকিনস্থ “বাবা ভান্ডারী ডেকোরেটার্স এন্ড সাপ্লাইয়ার্স” নামক দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় দুই জনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ১,৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মেজর মুশফিকুর রহমান জানান, পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কে সি দে রোড এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো সনাক্ত মতে ১নং আসামির ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১,৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৭৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কমকর্তা ।