প্রেস বিজ্ঞপ্তি:
যান্ত্রিক জীবন থেকে ক্ষনিকটা প্রশান্তি খুঁজে পেতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান গত ২৫ ও ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার বাংলাদেশের প্রাকৃতিক লীলাভূমি খ্যাত পর্যটন নগরী রাঙ্গামাটিতে শিক্ষা সফরের আয়োজন করেন। ২৫ তারিখ সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে এবং ইলিয়াছ ইলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মাননীয় মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার সঞ্চয় কুমার দাশ, জাফর ইকবাল, আহিল সিরাজ, শাহ আলম, এড. রশিক লাল বৈদ্য প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সবার অনুরোধে মেয়র মহোদয় একটি জনপ্রিয় ব্যান্ডের গান পরিবেশন করেন। এর পরপরই সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
চাটগাঁইয়্যা নওজোয়ান টিম দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই হ্রদ, রাজবাড়ী, শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, ফুরমন পাহাড়, রাজবন বিহার, নৌ বাহিনীর পিকনিক স্পট ও পলওয়েল পার্কসহ জনপ্রিয় ও দর্শনীয় স্থান গুলো ভ্রমন করেন।