নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এর তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষায় ৩ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছেন।আটককৃত প্রত্যেককে মোবাইল কোর্টে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার ২৮ নভেম্বর সকালে তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষায় এ ঘটনা ঘটে বলে রংপুর জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
আটককৃত ভুয়া পরীক্ষার্থীরা হলেন মিঠাপুকুর উপজেলার ভাংনি পূর্বপাড়া গ্রামের সুশান্ত কুমার, গংগাচড়া উপজেলার লাবনীদাস গ্রামের মেঘনাথ চন্দ্র রায় এবং রংপুর সদর উপজেলার গকুলপুর গ্রামের রাকিবুজ্জামান।
জেলা প্রশাসন, রংপুর এর তৃতীয় শ্রেণির দুইটি ক্যাটাগরিতে নিয়োগের লক্ষ্যে এ ভাইভা পরীক্ষা চলাকালীন সময়ে পক্সি দিতে আসা তিন জন পরীক্ষার্থীকে আটক করা হয় ।এ ঘটনায় রংপুর জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় আটককৃত প্রত্যেককে মোবাইল কোর্টে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিএস/কেসিবি/১০ঃ০০পিএম