করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে নগরীতে। কিন্তু জনসাধারণের মাঝে নেই কোন সচেতনতা। এর প্রেক্ষিতে মাস্ক পরা নিশ্চিতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরজুড়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এসময় চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮০ জনকে জরিমানা ও বিনামূল্যে ৪০০ মাস্ক বিতরণ করা হয়।
আজ শনিবার ২৮ নভেম্বর সকাল ১০ টা থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ।
অভিযানে বহাদ্দারহাট ও বাকলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, আজকের অভিযানে গিয়ে দেখা যায়, মাস্ক পরার বিষয়ে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও এলাকাগুলোতে পথচারী,ড্রাইভার, ক্রেতা ও বিক্রেতা অনেকেই মাস্ক পরছেন না। নানা অজুহাতে মাস্ক না পরেই দৈনন্দিন কার্যক্রম চালাচ্ছে এলাকার বাসিন্দারা। এসময় ১৫ টি মামলায় ১৫ জনকে ১৬০০ টাকা জরিমানা করা করা হয়। এছাড়া মাস্কবিহীন ১০০ জনের মাঝে ১০০ টি মাস্ক বিতরণ করা হয়।
অন্যদিকে ডিসি হিল, সি আর বি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় মাস্ক পরা নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন । এতে ১৩ টি মামলায় ১৩ জন ব্যাক্তিকে ৯৬৫ টাকা জরিমানা করা হয়।
নগরীর ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। এসময় মাস্ক না পরায় ২১ টি মামলায় ২২ জন ব্যাক্তিকে ৩,৮০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়।
একই সময়ে আজ পতেংগা সী বিচ এলাকায় মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। এসময় ২৩ টি মামলায় ৩০ জন ব্যাক্তিকে ৩,৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ২০০ টি মাস্ক বিতরন করা হয় । জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।