অপহরণের নাটক সাজিয়ে ইজিবাইক চুরির ঘটনায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০১ টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৭।
গতকাল মঙ্গলবার ২৪ নভেম্বর রাত ১১ঃ৫০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামিরা হলেন, সীতাকুন্ড থানাধীন খাদেম পাড়া এলাকার মোঃ নুর আলমের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (২৮) সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাচাষোলঘর এলাকার আব্দুস সোবাহান মাস্টারের ছেলে মঈনুল ইসলাম (২৬) এ/পি- চট্টগ্রাম মহানগরে ভাসমান। বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন মৃত আলতাফের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) এ/পি- সাং- খন্দকিয়া বাজার, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, এবং নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ছপাটিয়া এলাকার নবীউল হকের ছেলে মোঃ বাবুল উদ্দিন (৪২)এ/পি- সাং- বালুছড়া, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক, চাঁদগাও (সিপিসি-৩) ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, গত ২২ নভেম্বর মোঃ মাহবুব আলম (৩৪) নামে এক ইজিবাইক (ব্যাটারী চালিত) মালিক চট্টগ্রাম মহানগরী র্যাব-৭ এ লিখিত অভিযোগ করেন যে,গত ২১ নভেম্বর চালানোর জন্য নিয়ে যায় এবং নিয়মানুযায়ী ঐ দিন রাতে গ্যারেজে ফেরত দেওয়ার কথা। গাড়িটি ফেরত না দেওয়ায় চালক মোঃ গিয়াস উদ্দিনকে ফোন দিলে ফোন বন্ধ পায়। পরদিন চালক গিয়াস উদ্দিনের নম্বর থেকে অজ্ঞাত নামা ব্যক্তি বাদীর মোবাইলে ফোন করে ইজিবাইকটির বিনিময়ে ১,০০,০০০ টাকা চাঁদা দাবী করে। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি যে, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার ডিনাইন রোডে ইজিবাইক চোররা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে ইজিবাইক চুরির কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং উক্ত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, আসামি মোঃ গিয়াস উদ্দিন (২৮) নিজেকে অপহরণের শিকার বলে তার মুক্তির জন্য স্ত্রীর কাছে টাকা চায় যা ছিল সাজানো ঘটনা এবং এর মাধ্যমে সে ইজিবাইক চুরির ঘটনা ধামাচাপা দিতে চায়। র্যাবের অভিযানে আসামিরা আটক হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হয়।
গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।