চট্টগ্রাম নগরীর অন্যতম পাইকারি ওষুধের বাজার হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত ঔষধ বিক্রি ,ট্রেড লাইসেন্স হাল নাগাদ না থাকা, ড্রাগ লাইসেন্স হাল নাগাদ না থাকা, ফার্মাসিস্ট না থাকা, খুচরা লাইসেন্স দিয়ে পাইকারী ব্যবসা করা, লেভেলিং করে হেলথ প্রোডাক্ট বিক্রি এসব অপরাধে ৯ ফার্মেসীকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জিলানী ফার্মেসিকে ৫ হাজার, নিউ দিশারী ফার্মসিকে ১০ হাজার, নিউ উপশম ফার্মসিকে ২০ হাজার, নূরজাহান ড্রাগ হাউসকে ১০ হাজার, চিটাগং মেডিক্যাল হলকে ৫ হাজার, মায়ের আঁচল মেডিসিনকে ১০ হাজার, অর্পন ড্রাগ হাউসকে ১৪ হাজার ও সুরিচা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ ফার্মেসীকে মোট ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, অভিযানে হাজারী গলির ফার্মেসী গুলোতে অভিযানে দেখা যায় অননুমোদিত ঔষধ বিক্রি করছে। সেইসাথে নেই হাল নাগাদ ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স। ফার্মাসিস্ট ছাড়া পরিচালিত হচ্ছে ফার্মেসী গুলো। খুচরা লাইসেন্স দিয়ে পাইকারী ব্যবসা করে আসছিল। এছাড়া লেভেলিং করে হেলথ প্রোডাক্ট বিক্রি সহ এসব অনিয়মের কারনে ৯ ফার্মেসীকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান জানান, জেলা প্রশাসনের সাথে যৌথ অভিযানে হাজারী গলির ফার্মেসী গুলোতে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় অননুমোদিত ঔষধ বিক্রি করছে। সেইসাথে নেই হাল নাগাদ ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স। ফার্মাসিস্ট ছাড়া পরিচালিত হচ্ছে ফার্মেসী গুলো। খুচরা লাইসেন্স দিয়ে পাইকারী ব্যবসা করে আসছিল। যা ঔষধ প্রশাসন আইনে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।এসব অনিয়মের কারনে ৯ ফার্মেসীকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।